'জওয়ান' দেখার জন্য মুখিয়ে রয়েছেন আন্দ্রে রাসেল
10 September 2023
অলিতে গলিতে, পাড়ার মোড়ে সর্বত্রই এখন একটাই চর্চা। শাহরুখ খানের নতুন সিনেমা 'জওয়ান' নিয়ে। সকলের প্রশ্ন SRK-র নতুন সিনেমা দেখেছেন?
সুদূর ওয়েস্ট ইন্ডিজ থেকে এই সিনেমার ট্রেলার দেখতে দেখতে উত্তেজিত হয়ে পড়লেন ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেল।
আইপিএলে আন্দ্রে রাসেল খেলেন শাহরুখ খানের দল কেকেআরের হয়ে। এ বার দলের মালিকের নতুন সিনেমা বেরোনর পর উচ্ছ্বসিত দেখাল দ্রে রাসকে।
SRK-র জওয়ান সিনেমার ট্রেলার দেখে পুরো সিনেমাটি দেখার আগ্রহ প্রকাশ করেছেন কলকাতা নাইট রাইডার্সের তারকা রাসেল।
তিনি আশাবাদী গায়ানাতেও হয়তো শাহরুখ খানের নতুন সিনেমা 'জওয়ান' দেখানো হবে। তেমনটা হলে তিনি সিনেমা হলে গিয়ে 'জওয়ান' দেখবেন বলে জানিয়েছেন রাসেল।
জওয়ানের ট্রেলার দেখার পর রিভিউ দিতে গিয়ে রাসেল বলেন, এই সিনেমা নিশ্চিতভাবে অ্যাকশনে ভরপুর। সুন্দরী অভিনেত্রীদের কথাও উল্লেখ করেন রাসেল।
শাহরুখের জওয়ান সিনেমার ট্রেলার দেখেই রাসেলের এত ভালো লেগেছে যে, তিনি এই পুরো সিনেমা দেখার জন্য মুখিয়ে রয়েছেন।
কেকেআর মালিক শাহরুখকে এই সিনেমার জন্য শুভেচ্ছা জানিয়েছেন রাসেল। সেই ভিডিয়ো কেকেআরের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে।
বক্স অফিসে বেশ সাড়া ফেলেছে কিং খানের নতুন সিনেমা 'জওয়ান'। শাহরুখ খানের ভক্তরা দল বেঁধে সিনেমা হলে যাচ্ছেন নয়া অবতারে কিং খানের দর্শনে।
খেলার আরও খবর পড়ুন