23 December 2023
সচিন-রোহিতদের পুরো নাম জানেন?
Credit -
X
TV9 Bangla
কপিল দেব থেকে শুরু করে রোহিত শর্মা, ঈশান কিষাণদের মতো ভারতীয় ক্রিকেটারদের দেশে তো বটেই, বিদেশেও পরিচিতি রয়েছে। রোহিত-কপিলদের পুরো নাম জানেন?
ভারতকে প্রথম বার বিশ্বকাপ জয়ের স্বাদ দিয়েছিলেন কপিল দেব। দেশকে বিশ্বকাপ জেতানো অধিনায়ক হলেন কপিল দেব। তাঁর পুরো নাম হল - কপিল দেব রামলাল নিখাঞ্জ।
দেশের কিংবদন্তি সুনীল গাভাসকরের পরিচিতি ছড়িয়ে দেশ-বিদেশে। বর্তমানে তিনি ধারাভাষ্যর সঙ্গে যুক্ত। তাঁর পুরো নাম - সুনীল মনোহর গাভাসকর।
ভারতীয় কিংবদন্তি সচিন তেন্ডুলকর বিশ্বজুড়ে বন্দিত হন। একাধিক উঠতি ক্রিকেটারদের অনুপ্রেরণা তিনি। তাঁর পুরো নাম - সচিন রমেশ তেন্ডুলকর।
টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক ও প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের পুরো নাম সৌরভ চন্দ্র গঙ্গোপাধ্যায়।
ভারতের প্রাক্তন ক্রিকেটার, বর্তমানে এনসিএ-র হেড ভিভিএস লক্ষ্মণের পুরো নাম হল - ভাঙ্গিপুরাপ্পু ভেঙ্কট সাই লক্ষ্মণ।
ভারত অধিনায়ক রোহিত শর্মাকে কে না চেনেন। কিন্তু তাঁর পুরো নাম অনেকেই জানেন না। রোহিত শর্মার পুরো নাম হল - রোহিত গুরুনাথ শর্মা।
টিম ইন্ডিয়ার তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার পুরো নাম জানেন? তাঁর পুরো নাম হল - হার্দিক হিমাংশু পান্ডিয়া।
ভারতীয় তারকা পেসার জসপ্রীত বুমরা ক্রিকেট দুনিয়ায় বেশ পরিচিত। তাঁর পুরো নাম হল - জসপ্রীত জসবীরসিং বুমরা।
টিম ইন্ডিয়ার তরুণ উইকেটকিপার ব্যাটার হলেন ঈশান কিষাণ। তাঁর পুরো নাম হল - ঈশান প্রণব কুমার পান্ডে কিষাণ।
খেলার আরও ওয়েব স্টোরি দেখুন