এশিয়া কাপের ৬ দল আইসিসি ব়্যাঙ্কিংয়ে কোথায় রয়েছে?

30 August 2023

Pic credit -   Twitter

দেখতে দেখতে শুরু হয়ে গেল এ বারের এশিয়া কাপ। মুলতানে চলছে আয়োজক পাকিস্তান এবং নেপালের উদ্বোধনী ম্যাচ।

২০২৩ এশিয়া কাপে রোহিত শর্মার ভারতের প্রথম ম্যাচ ২ সেপ্টেম্বর। পাকিস্তানের বিরুদ্ধে খেলবে মেন ইন ব্লু। 

শ্রীলঙ্কায় হবে ভারত-পাক ম্যাচ। তার আগে জানুন এশিয়া কাপে অংশ নেওয়া ৬টি দল আইসিসি ওডিআই ব়্যাঙ্কিংয়ের কত নম্বরে রয়েছে।

আইসিসি ওডিআই ব়্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে বাবর আজমের পাকিস্তান। বিশ্বের সেরা ওডিআই দল হয়ে ঘরের মাঠে এশিয়া কাপ খেলতে নেমেছে পাকিস্তান। 

চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান এক নম্বরে থাকায় রোহিত শর্মার ভারতের বিশ্বের সেরা ওডিআই টিম হয়ে এশিয়া কাপে নামা হচ্ছে না। আইসিসি ওডিআই ক্রমতালিকায় এই মুহূর্তে তিন নম্বরে রয়েছে ভারত।

এশিয়া কাপ যাত্রা শুরুর করার আগে আপাতত সাকিব আল হাসানের বাংলাদেশ আইসিসি ওডিআই ব়্যাঙ্কিংয়ের ৭ নম্বরে রয়েছে। 

গত বারের এশিয়া কাপ চ্যাম্পিয়ন দাসুন শানাকার শ্রীলঙ্কা। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা আইসিসি ওডিআই ক্রমতালিকার ৮ নম্বরে রয়েছে।

 হসমতুল্লা শাহিদির আফগানিস্তান আইসিসি ওডিআই ক্রমতালিকায় নয় নম্বরে রয়েছে। ৩ সেপ্টেম্বর বাংলাদেশের বিরুদ্ধে এশিয়া কাপ সফর শুরু করবে আফগানরা।

এই প্রথম বার এশিয়া কাপে খেলছে নেপাল। আইসিসি ক্রমতালিকায় ১৫ নম্বরে রয়েছে নেপাল। মুলতানে পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপ যাত্রা শুরু করল নেপাল।