17 May 2024

বিশ্বকাপে ভারতের একাদশ কেমন হতে পারে?

Credit -  X

TV9 Bangla

রোহিত শর্মা হয়তো এটাই রোহিতের শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ। দীর্ঘদিন আসেনি আইসিসি ট্রফি। খরা কাটাতে চান রোহিত। নিজেকেও ফর্মে দেখতে চান।

যশস্বী জয়সওয়াল আইপিএলে সেঞ্চুরি করলেও ধারাবাহিক নন। বিশ্বকাপে ছন্দ চান। দেশের জার্সিতে যশস্বী বরাবরই ভালো পারফর্ম করেন। তাই আশা থাকছে।

বিরাট কোহলি তিন নম্বরে ভারতের সেরা বাজি। ছন্দেও রয়েছেন। এটাই হয়তো শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিরাট এ বারের বিশ্বকাপ জিততে মরিয়া।

সূর্যকুমার যাদব টি-টোয়েন্টির সেরা ব্যাটার। মূহূর্তে বদলে দিতে পারেন ম্যাচের রং। সূর্য যদি ফর্মে থাকেন, বিশ্বকাপে ভারতকে রোখা মুশকিল।

ঋষভ পন্থ চোট সারিয়ে আইপিএলে ফিরেই হিট। ব্যাট হাতে সেই আগ্রাসী ছন্দে দেখা যাচ্ছে। পন্থ বিশ্বকাপে এক্স ফ্যাক্টর হতে পারেন।

হার্দিক পান্ডিয়া অলরাউন্ডার হিসেবে বড় ভূমিকা নিতে পারেন। অবশ্য চোট নিয়ে সংশয় থাকবে। টিমের অপরিহার্য হতে চান হার্দিক।

রবীন্দ্র জাডেজা থ্রি-ডি ক্রিকেটার। ব্যাট-বল-ফিল্ডিংয়ে অবদান রাখবেনই। ডেথ ওভারে নেমে ঝড় তুলতে অভ্যস্ত। জাডেজা ফর্মেও আছেন।

শিবম দুবে আইপিএলে দুরন্ত ছন্দে। যে কোনও পজিশনে খেলতে পারেন। ঝড় তুলতে অভ্যস্ত। তবে বল হাতে নির্ভরতা দিতে হবে।

কুলদীপ যাদব বিশ্বকাপে স্লো-টার্নার থাকবে। কুলদীপের মতো রিস্ট স্পিনার বাজিমাত করতে পারেন। কুলদীপও ফর্মে আছেন।

জসপ্রীত বুমরা ভারতীয় বোলিংয়ের নেতা। বুমরা ছন্দে থাকলে প্রতিপক্ষ ব্যাটাররা চাপে থাকবেন। আইপিএলে পাওয়ার-প্লে এবং ডেথে ভালো বোলিং করছেন।

মহম্মদ সিরাজ ইংল্যান্ড সিরিজের পর সিরাজ খুব একটা ছন্দে নেই। তবে বড় টুর্নামেন্টের বোলার। সামির অভাব ঢাকার কাজটা করতে পারবেন।