14th February,  2025

চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেঞ্চুরির মালিক হয়েছেন কোন ক্রিকেটাররা?

TV9 Bangla

Credit - ICC, PTI

চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেই ১৯৯৮ সাল থেকে এখনও অবধি মোট ৫০ জন ক্রিকেটার সেঞ্চুরি করেছেন। কোন কোন ক্রিকেটার এই টুর্নামেন্টে একাধিক সেঞ্চুরি করেছেন?

টুর্নামেন্টের উদ্বোধনী সংস্করণে প্রথম সেঞ্চুরি করেছিলেন জিম্বাবোয়ের অ্যালিস্টার ক্যাম্পবেল। তিনি ১৪৩ বলে ১০০ রান করেছিলেন।

সে বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেঞ্চুরি করেছিলেন ভারতীয় কিংবদন্তি সচিন তেন্ডুলকর। তিনি ১২৮ বলে ১৪১ রান করেছিলেন।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সবচেয়ে বেশি বার (৩) সেঞ্চুরি করেছেন তিন ক্রিকেটার। সৌরভ গঙ্গোপাধ্যায়, শিখর ধাওয়ান ও ক্রিস গেইল রয়েছেন সেই তালিকায়।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে এখনও অবধি ২ বার সেঞ্চুরি করেছেন চার দেশের ক্রিকেটার। রয়েছেন পাকিস্তানের সঈদ আনোয়ার ও ইংল্যান্ডের মার্কাস ট্রেসকোথিক।

সঈদ আনোয়ার ও মার্কাস ট্রেসকোথিকের পাশাপাশি এই টুর্নামেন্টে দু'বার সেঞ্চুরি করেছেন উপল থারাঙ্গা ও শেন ওয়াটসন।

 ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের হয়ে সেঞ্চুরি করেছিলেন রোহিত শর্মা। তিনি ১২৯ বলে ১২৩* রান করেছিলেন। প্রতিপক্ষ ছিল বাংলাদেশ। 

এ বারের চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে ১৯ ফেব্রুয়ারি। ৮ দলের এই টুর্নামেন্টে এ বার দেখার কোন টিমের কোন ক্রিকেটার সেঞ্চুরির খাতায় নাম লেখান।