এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচের অপেক্ষার অবসান হতে চলেছে আজ বিকেলে। এই মেগা ম্যাচে বিশেষ নজরে থাকবেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।
এই এশিয়া কাপকে বিশ্বকাপের প্রস্তুতি বলে ধরছে ভারত, তাই পুরো টুর্নামেন্টেই ভালো পারফর্ম করতে চায় টিম ইন্ডিয়া। পাকিস্তানের বিরুদ্ধে যাত্রা শুরুর ম্যাচে নজর থাকবেন বিরাট কোহলি।
বাবর আজমের পাকিস্তানের বিরুদ্ধে বিশেষ নজর থাকবে রোহিত শর্মার ডেপুটি হার্দিক পান্ডিয়ার দিকে। ব্যাটে-বলে-ফিল্ডিংয়ে সবেতেই পাক টিমকে মাত দেওয়ার ক্ষমতা রাখেন হার্দিক।
পাক ম্যাচে টিম ইন্ডিয়ার তরুণ তুর্কি শুভমন গিলের উপর বাড়তি নজর তো থাকবেই। চলতি বছরে দেশের হয়ে ভালো ছন্দে রয়েছেন গিল।
চোট সারিয়ে মিডল অর্ডারে ভরসা দেওয়ার জন্য দলে ফিরেছেন শ্রেয়স আইয়ার। বাবরের দলের বিরুদ্ধে ভারতের মিডল অর্ডারে অন্যতম ভরসা তিনি।
শুধু পাক টিমের বিরুদ্ধেই নয়, পুরো টুর্নামেন্টে জসপ্রীত বুমরা ভারতের বোলিং বিভাগকে নেতৃত্ব দিতে পারেন। তাই নজর থাকবে তাঁর দিকেও।
তিলক ভার্মার এখনও ও়ডিআই ডেবিউ হয়নি। এ বার দেখার পাকিস্তানের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতীয় টিম ম্যানেজমেন্ট তাঁকে খেলানোর সিদ্ধান্ত নেয় কিনা।
নেপালের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকিয়ে দলকে ম্যাচ জিতিয়েছিলেন বাবর আজম। পেয়েছিলেন ম্যাচের সেরার পুরস্কারও। ভারতের বিরুদ্ধে ম্যাচে তাঁর দিকে বাড়তি নজর থাকবে।
পাকিস্তানের তারকা অলরাউন্ডার শাদাব খান ভারতের বিরুদ্ধে জ্বলে ওঠার অপেক্ষায় রয়েছেন। তিনি এই ম্যাচে বিরাট পার্থক্য গড়ে দিতে পারেন।
নেপাল ম্যাচের পর শোনা গিয়েছিল, ভারতের বিরুদ্ধে হয়তো খেলবেন না শাহিন শাহ আফ্রিদি। তিনি অবশ্য নেটে অনুশীলন করেছেন। এ বার তাঁকে ম্যাচে দেখার অপেক্ষা।
পাকিস্তানের তারকা হ্যারিস রউফের গতির মোকাবিলার জন্য কতটা তৈরি ভারতের ক্রিকেটাররা? তার ঝলক আজই পাওয়া যাবে।