ভারতীয় তারকা ক্রিকেটার রিঙ্কু সিংয়ের ব্যক্তিগত জীবন নিয়ে জোর আলোচনা হচ্ছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছিল, বাগদান সেরেছেন রিঙ্কু সিং। তা অবশ্য সত্যি নয়।
রিঙ্কুর এনগেজমেন্ট এখনও হয়নি, তা ঠিক। কিন্তু এটা ঠিক যে তিনি একটি সম্পর্কে আছেন। এবং তাঁর সঙ্গেই বিয়ে হবে রিঙ্কু সিংয়ের।
এ বার প্রশ্ন হল কার প্রেমে হাবুডুবু খাচ্ছেন রিঙ্কু সিং? নাম তাঁর প্রিয়া সরোজ। পেশায় তিনি রাজনীতিক। প্রিয়া উত্তরপ্রদেশের মছলিশহর লোকসভার সাংসদ।
প্রিয়া সরোজের জন্ম ১৯৯৮ সালের ২৩ নভেম্বর। এখন তাঁর বয়স ২৬ বছর। রিঙ্কু সিংয়ের থেকে তিনি এক বছরের ছোট। রিঙ্কুর বয়স ২৭।
নয়াদিল্লির এয়ার ফোর্স গোল্ডেন জুবিলি ইন্সটিটিউট থেকে পড়াশুনা করেছেন প্রিয়া। এরপর দিল্লি ইউনিভার্সিটিতে বিএ। তারপর নয়ডার অ্যামিটি ইউনিভার্সিটি থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেছেন।
প্রিয়া সরোজ সমাজবাদী পার্টির সদস্য। তিনি উত্তরপ্রদেশের এমএলএ তুফানি সরোজের মেয়ে। তুফানি সরোজ তিন বারের এমপি।
মাত্র ২৫ বছর বয়সে সাংসদ হয়ে রেকর্ড গড়েছিলেন প্রিয়া সরোজ। এক সাক্ষাৎকারে প্রিয়া জানিয়েছিলেন, তিনি নিজে কখনও ভাবেননি রাজনীতির দুনিয়ায়তে পা রাখবেন।
রিঙ্কু সিংয়ের হবু স্ত্রী প্রিয়া সরোজ রাজনীতির ময়দানে না নামলে বিচার বিভাগের সঙ্গে যুক্ত হতেন। তিনি এক সাক্ষাৎকারে জানান, আইনে স্নাতক পূর্ণ করার পর তিনি বিচারক হওয়ার পরীক্ষার প্রস্তুতিও নিচ্ছিলেন।