অস্ট্রেলিয়ার হয়ে নজর কাড়ছেন তনবীর সাঙ্গা। ভারত-অস্ট্রেলিয়া টি-২০ সিরিজের প্রথম ম্যাচেই নজর কেড়েছেন এই তরুণ
তুলে নিয়েছেন দুই উইকেট। তার পর থেকেই আলোচনায় এই অজি ক্রিকেটার। কে তিনি? জানলে অবাক হবেন আপনিও
নামটা শুনে অস্ট্রেলিয়ান বলে এক ঝলকে মনে হয়া না! তনবীর সাঙ্গা পরিবার সূত্রে আসলে ভারতীয়।বলা যায় ভারতীয় বংশোদ্ভুত ক্রিকেটার।
পঞ্জাবের জলন্ধর থেকে তাঁর বাবা এবং মা ১৯৯০ সালের পর অস্ট্রেলিয়াতে চলে যান। সেখানে গিয়ে স্থায়ীভাবে বসবাস শুরু করেন তাঁরা।
এরপরেই অজিভূমে জন্ম হয় সাঙ্গার। সেখানেই বেড়ে ওঠা। ক্রিকেটের প্রতি ভালোবাসা। আর সেই ভালোবাসাই তাঁকে পৌঁছে দেয় অজি জাতীয় দলে।
তনবীর ২০১৮ সালে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব ১৯ দলের ক্যাপ্টেন ছিল। ফাইনালে তাঁদের হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে ভারত। ২০২০ অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ১৫ উইকেটের রেকর্ড রয়েছে
সেই দলেই পৃথ্বী শ ক্যাপ্টেন ছিল। শুভমনও ওই দলের মেম্বার। সদ্য শেষ হওয়া বিশ্বকাপ দলে ট্র্যাভেলিং রিজার্ভ-ছিলেন তনবীর। মূল স্কোয়াডে শুধু জাম্পা স্পেশালিস্ট স্পিনার ছিলেন।
প্রথমে উচ্চশিক্ষার জন্য গেলেও পরে সিডনিতে ট্যাক্সি ড্রাইভারের কাজ শুরু করেন সাঙ্গার বাবা। ছেলেকে ছোট থেকেই ক্রিকেটের জন্য় উৎসাহ দিতেন তাঁর বাবা
পারিবারিকভাবে কিংবা জন্মসূত্রে ভারতের সঙ্গে যোগসূত্র রয়েছে এমন চতুর্থ অস্ট্রেলীয় ক্রিকেটার সাঙ্গা। বাকিরা হলেন গুরিন্দর সান্ধু, স্টুয়ার্ট ক্লার্ক, ব্রান্সবি কুপার।