বিশ্বকাপ জিতে ক্ষমা চাইলেন ডেভিড ওয়ার্নার!

21 November 2023

সদ্য রোহিত শর্মার ভারতকে হারিয়ে বিশ্বকাপ জিতেছে প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া। এই নিয়ে ষষ্ঠ ওডিআই বিশ্বকাপ খেতাব জিতল অজিরা।

আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিশ্বকাপ জিতেছে অজিরা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অজি অধিনায়ক কামিন্সের হাতে বিশ্বকাপ তুলে দিয়েছিলেন।

ওডিআই বিশ্বকাপ জেতার পর অজি ক্রিকেটারদের দেখা যায় ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে সৌহার্দ বিনিময় করতে দেখা যায়।

অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নারের ভারত-প্রীতির কথা অনেকেই জানেন। ভারতের ক্রিকেট প্রেমীরাও তাঁকে ভীষণ ভালোবাসেন।

ওয়ার্নার ভারতীয় সংস্কৃতি ভালোবাসেন। ভারতীয় সিনেমার বড় ভক্ত। যে কারণে তিনি ভারতে এলেই তাঁর দিকে বিশেষ নজর থাকে ভারতীয় ক্রিকেট ভক্তদের। 

অস্ট্রেলিয়া বিশ্বকাপ জেতার পর সোশ্যাল মিডিয়া সাইট X এ একজন ওয়ার্নারকে ট্যাগ করে লেখেন, 'প্রিয় ডেভিড ওয়ার্নার আপনি বিলিয়ন হৃদয় ভেঙেছেন।'

ওই X ব্যবহারকারীর উদ্দেশে ডেভিড ওয়ার্নার লেখেন, 'আমি ক্ষমা চাইছি। একটা দারুণ ম্যাচ ছিল। পরিবেশও অসাধারণ ছিল। ভারত দারুণ পারফর্ম করেছে। সকলকে ধন্যবাদ জানাই।'

এ বারের বিশ্বকাপে ১১টি ম্যাচে অজি ওপেনার ডেভিড ওয়ার্নার করেছেন ৫৩৫ রান। সবচেয়ে বেশি রান সংগ্রহকারী ব্যাটারদের তালিকায় ছয় নম্বরে রয়েছেন তিনি।