দ্বিতীয় গর্ভাবস্থার খবর কেন লুকিয়েছিলেন যুবির স্ত্রী হ্যাজেল?
11 September 2023
২০১৬ সালে ভারতের তারকা অলরাউন্ডার ও বলিউডের তারকা হ্যাজেল কিচ বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। দেখতে দেখতে একসঙ্গে ৬ বছর কাটিয়ে ফেলেছেন তাঁরা।
বিয়ের ছয় বছর পর, ২০২২ সালের জানুয়ারিতে যুবরাজ সিং এবং হ্যাজেল কিচের প্রথম সন্তানের জন্ম। তার নাম ওরিয়ন কিচ সিং।
ছোট্ট ওরিয়ন কিচ সিং এ বার খেলার সঙ্গী পেয়ে গেল। কারণ, যুবরাজ ও হ্যাজেল দ্বিতীয় সন্তানের বাবা-মা হয়েছেন।
কয়েক দিন আগে ভারতের প্রাক্তন তারকা অলরাউন্ডার যুবরাজ সিং এবং বলিউড তারকা হ্যাজেল কিচের দ্বিতীয় সন্তান হয়েছে।
কন্যা সন্তানের জন্ম দিয়েছেন হ্যাজেল। নাম রেখেছেন অরা। অবশ্য হ্যাজেলের দ্বিতীয় গর্ভাবস্থার কথা অনেকেই জানতেন না।
আসলে হ্যাজেল ও যুবরাজ চাননি সকলে জানুক, তাঁরা দ্বিতীয় সন্তান আসার অপেক্ষায় রয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন হ্যাজেল।
হ্যাজেল জানান, তিনি তাঁর ব্যক্তিগত জীবন প্রকাশ্যে নিয়ে আসতে চান না। আর গর্ভাবস্থা প্রত্যেক মেয়ের কাছে একটা বিশেষ সফর। ভীষণই ব্যক্তিগত।
গর্ভাবস্থার সময় যে কোনও কিছু ঘটতে পারে। তাই যুবির স্ত্রী এই নিয়ে সকলকে জানাতে চাননি। হ্যাজেল জানান, তিনি তাঁর সন্তানদের জন্মের আগে থেকে সেলিব্রিটি তৈরি করে দিতে চান না।
হ্যাজেল জানিয়েছেন, তিনি এবং যুবরাজ সবসময় চান তাঁদের দুই সন্তান আর পাঁচটা সাধারণ বাচ্চাদের মতোই বড় হোক।