রোহিত-রাহুলদের এলিট গ্রুপে প্রবেশ যশস্বী জয়সওয়ালের

27 November 2023

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫ ম্যাচের টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে এক কীর্তি গড়েছেন টিম ইন্ডিয়ার তরুণ ক্রিকেটার যশস্বী জয়সওয়াল। 

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিরুবনন্তপুরমে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ঋতুরাজ গায়কোয়াড়ের সঙ্গে ওপেনিংয়ে নেমেছিলেন যশস্বী জয়সওয়াল। 

২৫ বলে ৫৩ রানের ইনিংস উপহার দিয়ে যান ভারতের তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল। তাঁর ইনিংসে ছিল ৯টি চার ও ২টি ছয়।

অজিদের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ভারত পাওয়ার প্লে-তে তোলে ৭৭ রান তোলে। তার মধ্যে ২৪ বলে অর্ধশতরান করেন যশস্বী জয়সওয়াল।

পাওয়ার প্লে-তে ভারতের হয়ে অর্ধশতরান করা তৃতীয় ক্রিকেটার হয়েছেন যশস্বী জয়সওয়াল। তাঁর আগে এই কীর্তি গড়েছেন রোহিত শর্মা ও লোকেশ রাহুল।

যশস্বী জয়সওয়ালের আগে ২০২০ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাওয়ার প্লে-তে অর্ধশতরান করেছিলেন রোহিত শর্মা।

রোহিত শর্মার পর ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের বিরুদ্ধে ভারতের পাওয়ার প্লে-তে হাফসেঞ্চুরি করেছিলেন কেএল রাহুল। ফলে যশস্বী এই এলিট লিস্টে প্রবেশ করা তৃতীয় ক্রিকেটার হলেন।

অবশ্য অর্ধশতরান করার পর অজিদের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে আর ক্রিজে থাকতে পারেননি যশস্বী। ২৫ বলে ৫৩ রান করে মাঠ ছাড়েন তিনি।