শসা ও পুদিনা পাতা দিয়ে সেরে ফেলুন ফেসিয়াল। এতে ত্বক তরতাজা দেখাবে।

এই ফেসিয়াল করলে ত্বকের জ্বালাভাব, লালচে ভাবও সহজেই দূর হয়ে যাবে।

ওটস ও দইয়ের সঙ্গে শসা ও পুদিনা পেস্ট মিশিয়ে ত্বকের উপর হালকা করে স্ক্রাব করুন।

গরম জলে এক মুঠো পুদিনা পাতা মিশিয়ে দিন। মাথায় তোয়ালে চাপা দিয়ে ১০ মিনিট ভেপার নিন।

এতে ওপেন পোরস, ব্ল্যাকহেডস, হোয়াইট হেডসের সমস্যা দূর হবে।

শসা ও পুদিনা পাতার সঙ্গে নারকেল তেল ও ক্যারট সিড তেল ব্লেন্ড করে মুখে লাগান।

১৫ মিনিট পর ফেসপ্যাক ধুয়ে ফেলুন। তারপর মুখে ময়েশ্চারাইজার মেখে নিন।