4 January 2024
শীত পড়তেই হাত-মুখ থেকে চামড়া উঠছে?
credit: istock
TV9 Bangla
শীত পড়লেই জল খাওয়া কমিয়ে দেন অনেকেই। আর জল না খাওয়ার জন্য ডিহাইড্রেশনের সমস্যা দেখা দিতে শুরু করে।
তখন শুঝু শরীরে নয়, ত্বকেও একই সমস্যা হয়। ত্বকের কোমল ভাব চলে যায়। একদম রুক্ষ হয়ে যায় স্কিন। তখন এমন পিলিংয়ের সমস্যা দেখা যায়।
তাই কম করে সারাদিনে অন্তত ৮ গ্লাস জল খাওয়া জরুরি। তবে শুধুই জল কম খাওয়ার জন্য নয়, আরও অনেক কারণে হাত মুখের চামড়া ওঠে।
স্কিন কেয়ার প্রোডাক্টে থাকা কেমিক্যাল ত্বকের ক্ষতি করে। তারফলেও অনেক সময় রুক্ষ্ম হয়ে যায় ত্বক। আর চামড়া উঠতে থাকে।
শীত আসার সঙ্গে সঙ্গে স্কিন থেকে ছিনিয়ে নেয় স্বাভাবিক আর্দ্রতা, কোমলতা। ফলে যত্ন নেওয়া না হলে পিলিং স্কিনের সমস্যা হতে পারে।
রোদে পুড়ে ট্যানের সঙ্গে সঙ্গে স্কিনে প্রায় ফোস্কা পড়ে যায়, ছাল উঠে লাল হয়ে যায়। সেক্ষেত্রেও এমন পিলিংয়ের সমস্যা দেখা দিতে পারে।
কখনও কখনও অ্যান্টি বায়োটিক বা কড়া কোনও ওষুধের ত্বকে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়। ফলে মুখ, হাত থেকে চামড়া উঠতে থাকে।
এই সব ক্ষেত্রে সাধারণত ওষুধের কোর্স শেষ হলেই ঠিক হয়ে যায়। তবে তাতেও যদি না কমে, সেক্ষেত্রে সত্ত্বর চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন।
আরও পড়ুন