অফিসের জন্য বা নিছক বাজারে যাওয়ার আগে ঠোঁটে লিপস্টিক না দিলে মন মানে না!
প্রতিদিন লিপস্টিক ব্যবহার করা পরিণাম হতে পারে মারাত্মক।
অতিরিক্ত লিপস্টিক ব্যবহারে হতে পারে লিউকোডার্মারের মত রোগ।
ক্যাডমিয়াম, পারদের মত বিষাক্ত ও ক্ষতিকারক পদার্থ থাকে এতে।
অতিরিক্ত রাসায়নিক ব্যবহারে ঠোঁট কালো হয়ে যেতে পারে। নষ্ট হওয়ারও সম্ভাবনা রয়েছে।
খনিজ তেলের উপস্থিতিতে লিপস্টিক কিন্তু মারাত্মক ক্ষতিকারক।
ঠোঁটে লাগাবার পরই লিপস্টিক পেটে চলে যায়। তাতে হজম ও পেটের রোগের সমস্যা বাড়ে।