ঘরের মাপ অনুযায়ী জানলার সাইজ অপেক্ষাকৃত বড় রাখুন। তাতে বাতাস ও আলো চলাচল স্বাভাবিক হয়।
দেওয়ালের রঙ হোক একদম হালকা। নিউট্রাল টোনস বা ক্লাসিক হোয়াইট রঙ করতে পারেন।
সোফা, বেডকভার, রাগসের রঙ রাখুন হালকা। লিনেন বা জুটের ব্যবহার করতে পারেন।
১২টার পর থেকে ৪ টে পর্যন্ত ঘরের জানলা দরজা বন্ধ রাখার চেষ্টা করুন।
ঘরের অন্দরে প্রকৃতির জন্যও জায়গা রাখুন। বিশুদ্ধ বাতাসের জন্য প্লান্ট লাগাতে পারেন।
১২টার পর থেকে ৪ টে পর্যন্ত ঘরের জানলা দরজা বন্ধ রাখার চেষ্টা করুন।