যদি রুপোর না থাকে, তাহলে প্লেটের উপর একটি নতুন কাপড় রেখে দিতে পারেন। তাহলেই হবে মঙ্গল। ভাইকে রাখি পরানোর আগে একটি সুন্দর রাখি কিনে রাখুন।
পুজোর ডালার মাঝখানে ওম বা স্বস্তিকা তৈরি করুন। পুজোর থালায় চাল, সিঁদুর, হলুদ রেখে দিতে পারেন। ভাইয়ের কপালে তিলক দেওয়ার জন্য এগুলি লাগবে।
নারকেলকে দেব-দেবীর ফল বলে মনে করা হয়। শুভ কাজে নারকেলের ব্যবহার সর্বদা দেখা যায়। রাখি বাঁধার সময় নারকেল ব্যবহার করলে ভাইয়ের জীবনে সুখ ও সমৃদ্ধি আসে।
পুজোর থালায় তামার পাত্রে জল ও চন্দন রাখুন। দেব-দেবীর আশীর্বাদ বজায় রাখতে ভাইয়ের উপর কখনও কোনও সমস্যা সৃষ্টি হতে পারে না।
রাখি ডালাতে সিঁদুর ও চাল থাকা বাধ্যতামূলক। সেই সঙ্গে রাখবেন ভাইয়ের পছন্দের সন্দেশ বা মিষ্টি, জলের গ্লাস।