30 August 2023

 রাখি উত্‍সবে মঙ্গল কামনায় এভাবে সাজান পুজোর ডালা

রক্ষা বন্ধনের উত্সব হিন্দুশাস্ত্রে খুব গুরুত্বপূর্ণ। ভাইকে রাখি বাঁধার সময় বোনেরা পুজোর থালি সাজিয়ে রাখেন যত্ন নিয়ে। 

রাখি পূর্ণিমায় রাখি বাঁধার সময় পুজোর ডালায় কী কী রাখবেন, তা অনেকেই জানেন না। কীভাবে সাজাবেন, জেনে নিন এখানে...

যে পুজোর থালা সাজান রুপোর থালা-বাটি দিয়ে। বাড়ির প্লেট সাজান খুব যত্ন সহকারে। ভাইকে রাখি বাঁধার আগেই সেরে নিন পুজোর ডালা।

যদি রুপোর না থাকে, তাহলে প্লেটের উপর একটি নতুন কাপড় রেখে দিতে পারেন। তাহলেই হবে মঙ্গল। ভাইকে রাখি পরানোর আগে একটি সুন্দর রাখি কিনে রাখুন। 

পুজোর ডালার মাঝখানে ওম বা স্বস্তিকা তৈরি করুন। পুজোর থালায় চাল, সিঁদুর, হলুদ রেখে দিতে পারেন। ভাইয়ের কপালে তিলক দেওয়ার জন্য এগুলি লাগবে। 

নারকেলকে দেব-দেবীর ফল বলে মনে করা হয়। শুভ কাজে নারকেলের ব্যবহার সর্বদা দেখা যায়। রাখি বাঁধার সময় নারকেল ব্যবহার করলে ভাইয়ের জীবনে সুখ ও সমৃদ্ধি আসে।

পুজোর থালায় তামার পাত্রে জল ও চন্দন রাখুন। দেব-দেবীর আশীর্বাদ বজায় রাখতে ভাইয়ের উপর কখনও কোনও সমস্যা সৃষ্টি হতে পারে না।

রাখি ডালাতে সিঁদুর ও চাল থাকা বাধ্যতামূলক। সেই সঙ্গে রাখবেন ভাইয়ের পছন্দের সন্দেশ বা মিষ্টি, জলের গ্লাস।

রক্ষাবন্ধনের দিন, বোনেরা প্রদীপ জ্বালিয়ে ভাইয়ের আরতি করেন।  পবিত্র ভালোবাসা সবসময় বজায় থাকবে সর্বদা।