লুই ভিতোঁর লুকে প্য়ারিস কাঁপালেন দীপিকা!

পুরোদমে চলছে প্যারিস ফ্যাশন উইক। আর তাতেই অংশগ্রহণ করতে দেখা গিয়েছে বলি অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে।

গ্রে শর্ট ড্রেসে ফ্যাশন উইকে যেমন উপস্থিত ছিলেন, তেমনি প্যারিসের রাস্তায় দেদার ফটোশ্যুটও করলেন তিনি।

বিশ্ববিখ্যাত লুই ভিতোঁ ব্র্যান্ডের অ্যাম্বাসাডর হলেন দীপিকা পাড়ুকোন। তাই ওই সংস্থারই পোশাক ছিল তাঁর পরনে।

হাতকাটা গ্রে প্যাস্টেল শেডের শর্ট ড্রেসের সঙ্গে হাঁটু পর্যন্ত লং বুট বেছে নিয়েছিলেন।

হাতে ছিল ব্র্যান্ডের আট লাখি ব্যাগ। ড্রেসের সঙ্গে ম্যাত করে এই ব্যাগটির সঙ্গত ছিল অনবদ্য়।

গাঢ় বাদামি ম্যাট লিপস্টিক, গোল্ডেন আইশ্য়াডো ও চড়া মেকআপে বেশ বোল্ড লেগেছে দীপিকাকে।