রামলীলা ছবির সেট থেকে শুরু বন্ধুত্ব দীপিকা-রণবীরের।
বিয়ের আগে পর্যন্ত নিজেদের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি তাঁরা।
এটা হয়েছে দীপিকার ইচ্ছেতেই।
বিয়ের ছবি থেকে স্পষ্ট দীপবীর কতটা একে অপরের সঙ্গে যুক্ত।
জনসমক্ষে হোক কিংবা সোশ্যাল মিডিয়া পোস্টে তাঁদের ভালবাসা চোখে পড়ে।
রণবীর তাঁর ভালবাসার মানুষকে নিয়ে কতটা গর্বিত, তা সব সময় বলে থাকেন।
২০১২ সালে থেকে সম্পর্কে দুইজনে। ১০ বছর হল একসঙ্গে রয়েছেন, হঠাৎ কেন এই পাগল ভালবাসার মানুষদের সম্পর্ক ভাঙার গুঞ্জন উঠল ভেবে পাচ্ছেন না ভক্তরা।