সুন্দর ত্বকের জন্য ফেসিয়াল, স্ক্রাবিং, টোনিং, ব্লিচ কত কিছুই না করা হয়
উপর থেকে যত্ন নিলেই যে ত্বক ভাল থাকবে এরকমটা একেবারেই নয়
ত্বক ভিতর থেকে ঠিক রাখা খুব জরুরি
পেট পরিষ্কার না হলে, লিভারের সমস্যা থাকলে, সুগার থাকলে মুখে কালি পড়ে যেতে পারে
যে কারণে ভিতর থেকে শরীর পরিষ্কার রাখা খুবই দরকার
সকালে চা খাওয়ার আগে এই পানীয় এককাপ খেলেই দারুণ কাজ হবে
এই পানীয় ভিতর থেকে টক্সিন বের করে দিয়ে শরীরকে ভাল রাখতে কাজে আসে
এককাপ জল গরম করতে বসিয়ে ওর মধ্যে তেজপাতা ফেলে দিন। এবার এতে হাফ চামচ মৌরি দিয়ে ফুটিয়ে নিতে হবে
এবার এই জলে এক চামচ মধু আর স্লাইস করা লেবু মিশিয়ে খেয়ে নিন