দেব অভিনীত-পরিচালিত ‘কাছের মানুষ’ মুক্তি পেয়েছে দুর্গা পুজোয়।

মুক্তির আগে ছবির প্রচারে অনেক পরিশ্রম হয়েছে।

তাই এবার একটু বেড়িয়ে আসা।

কোথায় গিয়েছেন সেই উল্লেখ নেই। শুধু ভিডিয়ো পোস্ট করে মেতেছেন মজার খেলায়।

তবে ৮ বছর আগে এখানেই একটি গানের শুট করেছিলেন।

গানের উল্লেখ নিজেই করেছেন। তবে ভক্তদের অবশ্য গান অনুমান করে বলতে হবে ভুল গান।

ঠিক গান হচ্ছে শ্রাবন্তীর সঙ্গে ‘বিন্দাস’ ছবির ‘তোমাকে ছেড়ে আমি’।