এই জন্মে যা কিছু করছেন, পাচ্ছেন তা কিশুধু এই জন্মের কর্মফল! পূর্বজন্মে করা কর্মের উপরও বর্তমান জীবন নির্ভরশীল।

ভাল-মন্দ এই জীবন। কিন্তু চাণক্য নীতি অনুসারে, একজনের পূর্বজন্মের কর্মের ভিত্তিতেই এই জন্মের কর্মের ফল ভোগ করতে হয়।

চাণক্যনীতি অনুসারে, জীবনে ভাল খাবার পাওয়া ভাল জীবনযাপনের লক্ষণ।

শুধু ভাল খারাপ খেলেই হবে না, তা হজম করার ক্ষমতাও রাখতে হবে। হজম শক্তি যাদের রয়েছে, তাদের ভাগ্যবান বলে মনে করা হয়।

ধনী হলেই সে বিরাট মনের মানুষ তা একেবারেই নয়। টাকাকে সঠিকভাবে ব্যবহার করবেন, তা জানাও উচিত।

ভাল জীবনসঙ্গী পাওয়াও ভাগ্যের ব্যাপার। চাণক্য নীতি অনুসারে গুণী ও বুদ্ধিমানের জীবনসঙ্গী মানে পারিবারিক জীবন খুব ভাল যাবে।

দান করা অত্যন্ত শুভ ও পুণ্যের কাজ। প্রচুর অর্থ থাকলেও কাউকে সাহায্য করার বা দান করা স্বভাব না থাকলে তাঁর পতন শীঘ্র হবে বলে উল্লেখ রয়েছে চাণক্যনীতিতে।