বার্সেলোনার অফিশিয়াল সাইটে এক সময় মেসির প্রিয় খাবার কী এবং সেটি বানানোর রেসিপিও দেওয়া হয়েছিল।
'রোস্টেড চিকেন উইথ রুট ভেজিটেবলস' হল পিএসজির তারকা লিওনেল মেসির প্রিয় খাবার।
'রোস্টেড চিকেন উইথ রুট ভেজিটেবলস' বানানোর উপকরণ - ৩০ গ্রাম অলিভ অয়েল, নুন, ১টি পেঁয়াজ, ৪টি রসুন-লবঙ্গ বাটা, গাজর, ১টি লিক, তাজা থাইম, চিকেন, ৭০০-৮০০ গ্রাম আলু
'রোস্টেড চিকেন উইথ রুট ভেজিটেবলস' বানানোর পদ্ধতি - মাইক্রোওয়েভ ওভেনটিকে ২০০ ডিগ্রি সেন্টিগ্রেডে প্রি হিট করতে হবে। রোস্টিং ট্রেতে তেল এবং লবণ যোগ করুণ, তারপরে একে একে সব উপকরণগুলি যোগ করুন। এরপর সেই মিশ্রণটি ওভেনে ১৯০ ডিগ্রিতে ৪৫ মিনিটের জন্য দিন। তা হলেই তৈরি মেসির প্রিয় খাবার।
মেসির পছন্দের খাবারের তালিকায় পড়ে আর্জেন্টিনার বিশেষ খাবার 'মিলানেসা'-ও (পাউরুটির টুকরোতে স্যালো ফ্রাই করা গরুর মাংসের একটি পাতলা ফিলেট)। যা ব্রেডেড বিফ কাটলেট নামেও পরিচিত।