বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের ম্যাসকটের নাম পেরি দ্য বুল
এ বারের ম্যাসকটের ডিজাইন করার জন্য যুক্তরাজ্যে ৫-১৫ বছর বয়সী বাচ্চাদের এক প্রতিযোগিতা হয়েছিল
সেই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় ১০ বছরের এমা লো
বার্মিংহাম ও ওয়েস্ট মিডল্যান্ডের ঐতিহ্য, সংস্কৃতি এ বারের ম্যাসকটের ডিজাইনে ফুটে উঠেছে
ম্যাসকট বানানোর জন্য ষাঁড় বেছে নেওয়ার কারণ হিসেবে এমা জানায়, বার্মিংহ্যামের জনপ্রিয় বুলরিংয়ের কথা