ক্যাপসিকামেরও প্রকারভেদ রয়েছে। সবিজ হলে ক্যাপসিকাম, আর হলুদ-লাল মাত্রই বেলপেপার

তফাত আর কিছুই নয়। হলুদ আর লাল আমেরিকার মাটিতে বেশি জন্মায় বলে সেখানকার অধিবাসীরা এর নাম দিয়েছে বেলপেপার

সবুজের ফলন বেশি। তাই দাম কম

বাকি দুই রঙের আমদানি বাইরে থেকে হয় বলে পকেটও ভারি

ক্যাপসিকামের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এ, খনিজ , ফাইবার আছে

বেলপেপারের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। ভিটামিন সি থাকে

বেলপেপারে ক্যালোরির পরিমাণ ক্যাপসিকামের তুলনায় একটু বেশি। মাপে যা খুব সামান্যই