জিলিপি আর অমৃতি দেখতে একই রকম, তবে স্বাদে ফারাক রয়েছে
রথের মেলা আর জগন্নাথের পুজো জিলিপি ছাড়া চলে না
তেমনই লোকনাথ বাবার প্রিয় খাবার হল অমৃতি
ময়দা ব্যবহার করে জিলিপি বানানো হয়
অমৃতি বানানো হয় বিউলির ডাল দিয়ে
অমৃতি বেশ মোটা গড়নের হয় অন্যদিকে জিলিপি সরু হয়
অমৃতি বানাতে ঘি মেশাতে হয় যা জিলিপি বানাতে লাগে না