চিনে লঞ্চ হয়েছে মোটোরোলার স্মার্টফোন মোটো এজ এক্স৩০।
মোটো এজ এক্স৩০ ফোনে রয়েছে ৬০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর।
এছাড়াও এই ফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর।
মোটোরোলার নতুন ফ্ল্যাগশিপ হিসেবে লঞ্চ করেছে মোটো এজ এক্স৩০ ফোন।
এই ফোনে রয়েছে কোয়ালকমের নতুন স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর।
এর সঙ্গে আবার লঞ্চ হয়েছে মোটো এজ এক্স৩০ স্পেশ্যাল এডিশন ফোন।