ভিকি বর্তমানে ক্রোয়েশিয়ায় আনন্দ তিওয়ারির ছবির শুটিং করছেন।
সেই ছবির একটি গান কোরিওগ্রাফি করছেন ফারাহ খান
ফারাহ এবং ভিকির ভিডিয়ো ছবির সেট থেকে শেয়ার করা হয়েছে।
ভিডিয়োতে ফারাহ ম্যায় হুঁ না গানের দৃশ্য পুনরায় তৈরি করেছেন।
এই ছবিতে ভিকির সঙ্গে অভিনয় করছেন তৃপ্তি দিমরি।