শরীরে সবচেয়ে নোংরা ও জীবাণুপূর্ণ জায়গা কোনটি?

শরীরের সবচেয়ে নোংরা ও জীবাণুপূর্ণ স্থানও রয়েছে। আর সেটা খুঁজে বের করাই আসল উদ্দেশ্য।

অনেকেই ভেবে থাকতে পারেন, বগল, নাকের ভিতর বা গোপনাঙ্গের কথা। কিন্তু এগুলিই সবচেয়ে বেশি পরিষ্কার রাখা হয়।

অজস্র ব্যকটেরিয়া, বাইরের ও ভিতরের নোংরা নিয়ে শরীরের মধ্যে দিব্য রয়েছে নাভি।

নাভি আসলে শরীরের ক্ষত। জন্মের সময় মায়ের থেকে  শিশুকে পৃথক করার সময়ই তৈরি হয় এই ক্ষত।

সাধারণত শরীরের ভিতরের দিকেই নাভিকুণ্ডলী থাকে। অনেকের আবার বাইরের দিকে থাকে, তবে সেই সংখ্যা বেশ কম।

গবেষণা বলছে, নাভিতে প্রায় ৬৭ রকমের ব্যাকটেরিয়া বিরাজ করে। দৈনিক যেসব পরিষ্কার পোশাক পরা হয়, তা থেকে জীবাণু নাভিকুণ্ডলীতে প্রবেশ করে।