বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা আলোচনার তুঙ্গে।

এটি সারা বিশ্বে আলোড়নের সৃষ্টি করেছে।

AI-এর সুবিধা-অসুবিধা দু'টোই আছে।

কৃত্রিম বুদ্ধিমত্তা মানব সভ্যতাকে শেষ করতে সক্ষম।

কোনও AI-এরই অনুভূতি নেই।

ফলে AI পারমানবিক বোমাও তৈরি করতে সক্ষম।

এমনই জানিয়েছেন AI-এর উপদেষ্টা ম্যাট ক্লিফোর্ড।

এনিয়ে একটি সরকারি AI টাস্কফোর্স গঠন করছেন তিনি।

তার মতে, এখনই পদক্ষেপ না নিলে মানব সভ্যতার পতন হবে।