বলিউডে ছাড়িয়ে দিশার কেরিয়ার এবার হলিউডেও?
হলিউডের এক অ্যাকশন মুভিতে নাকি দেখা যাবে তাঁকে, জানাচ্ছে সূত্র
মলং ছবিতে তাঁর কাজ দেখে বেজায় খুশি বিদেশী সেই পরিচালকের টিম
যদিও এ বিষয়ে এখনই মুখ খোলেননি দিশা
প্রিয়াঙ্কা, আলিয়া, দীপিকার পর এবার হলিউড জার্নির তালিকায় হয়তো নাম বাড়ল আরও একজনের