ফের একবার বোল্ড ও সাহসী ড্রেসে কুপোকাত করলেন দিশা পাটনি।
ইন্সটাগ্রামে গাঢ় লাল রঙের স্ট্র্যাপলেস গাউনে ফটোশ্যুট করে ছবি পোস্ট করেছেন।
সেক্সি পোশাকে বরাবর স্বচ্ছন্দ এই সুন্দরী ফের একবার ফ্যাশন দুনিয়ায় নজর কাড়লেন।
বডিকন ফিটিং পোশাকে ফ্লোরাল প্যাটার্নের থ্রেড এমব্রয়ডারিও চোখে পড়েছিল।
দিশা সম্প্রতি এক ভিলেন রিটার্নস-এর প্রচারে ব্যস্ত।