পুজোর শাড়ি সাজ দিতিপ্রিয়া রায়ের।
ছোট দিতিপ্রিয়া মেগা ধারাবাহিক রানি রাসমনি করতে করতে বড় হয়ে উঠলেন।
আজও তাঁর জনপ্রিয়তা রয়েছে রানিমা রূপে।
তবে তিনি তাঁর সেই ইমেজ ভাঙতে চাইছেন।
তাই এখন তাঁকে সিনেমা, ওযেব সিরিজে নানা ধরনের চরিত্রে পাওয়া যাচ্ছে।
পুজোতে তিনি নিজেকে সাজিয়েছে শাড়িতে।
দিতিপ্রিয়ার এই শাড়ি লুকে মুগ্ধ ভক্তরা।