ফিজিতে দিওয়ালির দিন পাবলিক হলিডে। ভারতের মতই এখানেও একই উদ্যমে আলোর রোশনাই মেতে ওঠেন দ্বীপবাসীরা।
আমেরিকায় কম ভারতীয় থাকে না। ভারতীয় সংস্কৃতি মেনেই মার্কিন দেশেও দিওয়ালির প্রস্তুতি চলে। আতসবাজি, পরিবারের সকলে মিলে খাওয়া, পুজো-অর্চনা সবই পালিত হয়।
যদি দুবাইয়ে যান তাহলে দিওয়ালি মিস করবেন না একেবারেই। জীবনের সেরা অভিজ্ঞতা হবে সেটি। পাঁচদিন ধরে চলা দিওয়ালিতে এখানে সোনা বিক্রি বেড়ে যায় দ্বিগুণ। মেলাও বসে অনেক জায়গায়।
সিঙ্গাপুরে দিওয়ালির সময় ন্যাশানাল হলিডে পালিত হয়। ওপেন-এয়ার কনসার্ট, আলোর খেলা, স্ট্রিট ফুড সবই পাওয়া যায় এখানে। দিওয়ালির সময় সিঙ্গাপুর মিনি ইন্ডিয়া-তে পরিণত হয়ে যায়।
অস্ট্রেলিয়ার মেলব্রোন ও ব্রিসবনে ধুমধাম করে দিওয়ালি পালিত হয়। এই সময় অস্ট্রেলিয়ার বিভিন্ন জায়গায় ট্র্যাডিশনাল নাচ-গান ও লাইভ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নেপালে এই সময় কৃষ্ণের পুজো করা হয়। ৫ দিন ধরে চলা দিওয়ালিতে সমস্ত পশুকে পুজো করা হয়। বিশেষ করে কুকুর তিহার পালিত হয় এখানে।
ভারতের বাইরে যদি সবচেয়ে বড় মাপের দিওয়ালির অনুষ্ঠানের আয়োজন করা হয়, তাহল ইউনাইটেড কিংডম। হাজার হাজার মানুষ একত্র হয়ে আলোর উত্সবে সামিল হন।