hair care

চুলের বৃদ্ধিতে ব্যবহার করুন অ্যালোভেরার তেল।

hair care (1)

অ্যালোভেরার পাতা কেটে জেল বের করে নিন।

hair care (2)

অ্যালোভেরার জেলের সঙ্গে ১/২ কাপ নারকেল তেল মেশান।

hair care (3)

এই মিশ্রণটি হালকা আঁচে পাঁচ মিনিট গরম করে নিন।

এরপর তেলটা রেখে দিন ঘরের তাপমাত্রায় আসার জন্য।

তেল ঠান্ডা হয়ে গেলে এতে এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিন।

এই তেলটি আপনি নিয়মিত চুলে মাখতে পারেন।