টবের এক কোণে অবহেলায় বেড়ে ওঠে তুলসি। এটাই যত্ন নেয় ব্রণ-প্রবণ ত্বকের।
তুলসি পাতা বেটে সরাসরি আপনি মুখের উপর লাগাতে পারেন।
গরমে ত্বকের সতেজতা পেতে তুলসির তৈরি টোনারও ব্যবহার করতে পারেন।
তুলসির মধ্যে থাকা ক্যামফেন নামের যৌগ, ত্বকের উপর টোনার হিসেবে কাজ করে।
৫০০ মিলি জল গরম বসান। এর মধ্যে ফেলে দিন এক মুঠো নিম পাতা ও তুলসি পাতা।
জল অর্ধেক হওয়া পর্যন্ত ভাল করে ফুটিয়ে নিন। তারপর জলটা ঠান্ডা করে নিন।
এবার টোনার ভরে নিন স্প্রে বোতলে। ব্রণ-প্রবণ ত্বকের উপর স্প্রে করুন এই ফেস টোনার।