ভিটামিন ও মিনারেলে পরিপূর্ণ হয় ডাবের জল। তাই গরমের ডাবের জল খাওয়া খুব উপকারী।

একইভাবে, গরমকালে ত্বকের যত্নেও ডাবের জল দারুণ সহায়ক। বিশেষত, তৈলাক্ত ত্বকে।

দাগছোপ দূর করতে এবং ত্বকের জেল্লা বাড়িয়ে তুলতে ডাবের জলে জুড়ি মেলা ভার।

অনেকে ডাবের জল ব্যবহার করে ফেসিয়ালও করেন। কিন্তু রোজ ফেসিয়াল করা সম্ভব নয়।

ডাবের জলকে প্রতিদিন টোনার হিসেবে ব্যবহার করতে পারেন।

১/২ কাপ ডাবের জল নিন। এতে ১ চামচ পাতিলেবুর রস মিশিয়ে দিলেই আপনার টোনার তৈরি।

এছাড়া ১/২ কাপ ডাবের জলে ৫ চামচ গোলাপ জল মিশিয়েও টোনার হিসেবে ব্যবহার করতে পারেন।