শসা ত্বককে হাইড্রেটেড রাখতে সাহায্য করে।
টোনার শেষ হয়ে গেলে বাড়িতেই শসা ও অ্যালোভেরা টোনার বানিয়ে নিন।
প্রথমে শসা কুড়ে নিন। এর থেকে রসটা আলাদা করে রাখবেন।
শসার রসের সঙ্গে চার টেবিল চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে দিন।
এই তরল মিশ্রণটি স্প্রে বোতলে ভরে রেখে দিন।
প্রতিবার মুখ ধোওয়ার পর মুখে স্প্রে করে নিন এই টোনার।
দেখবেন প্রতিবার ত্বক তরতাজা হয়ে উঠেছে।