আগের দিন রাতে ১০টা আমন্ড জলে ভিজিয়ে রাখুন। পরদিন সকালে ওই বাদামের পেস্ট বানিয়ে নিন।
এতে ১ চামচ ওটস আর ১ চামচ দই ও মধু মেশান।
এবার মিশ্রণটি ত্বকের ওপর ভাল করে প্রয়োগ করুন।
২০ মিনিট মত রেখে তারপর হালকা হাতে স্ক্রাব করে জল দিয়ে ধুয়ে ফেলুন।
এই ফেসপ্যাকটি আপনার ত্বকে পুষ্টি জোগাবে।