উবটান মাখলে ত্বকের জেল্লা বাড়ে। এই ফেসপ্যাক ত্বক থেকে ট্যান দূর করে দেয়।

বাজারে অনেক ধরনের উবটান পাওয়া যায়। বাড়িতেও প্রাকৃতিক উপাদান দিয়ে আপনি উবটান বানিয়ে নিতে পারেন।

১ চামচ ওটমিল, ৩ চামচ বেসন আর ১/২ চামচ নিম পাতা গুঁড়ো নিন।

এর মধ্যে এক চিমটে হলুদ গুঁড়ো মিশিয়ে নিন। এতে গোলাপ জল মিশিয়ে ঘন পেস্ট বানিয়ে নিন।

গোলাপ জলের বদলে আপনি দুধ বা টক দইও ব্যবহার করতে পারেন।

এই ফেসপ্যাক ত্বকে লাগিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন।

শুকিয়ে গেলে হালকা হাতে স্ক্রাব করে মুখ ধুয়ে ফেলুন।