রোদে বেরিয়ে মুখ জ্বলছে? ত্বকের উপর গ্রিন টিয়ের তৈরি বরফ ঘষে নিন।

ত্বকের উপর বরফ ঘষলে রক্ত সঞ্চালন উন্নত হয়।

তৈলাক্ত ত্বক, ব্রণ, র‍্যাশের সমস্যা সহজেই এড়ানো যায়।

সাধারণ বরফ ঘষলেই এইসব উপকারিতা পাওয়া যায়। এছাড়া গ্রিন টি দিয়েও বরফ বানাতে পারেন।

ঠাণ্ডা জলে গ্রিন টি ব্যাগ ডুবিয়ে চা বানিয়ে নিন। এবার এতে ২ ফোঁটা টি ট্রি অয়েল মিশিয়ে দিন।

শেষে ২টো ভিটামিন ই ক্যাপসুলের নির্যাস মিশিয়ে বরফের ট্রেতে রেখে ফ্রিজে ঢুকিয়ে দিন।

রোদ থেকে  বাড়ি ফিরে মুখে ঘষে নিতে পারেন এই গ্রিন টিয়ের তৈরি বরফ।