তেলে চুল তাজা—নিয়মিত তেল মাখলে চুল মজবুত হয়।
বাজারের নামীদামি হেয়ার অয়েল ছাড়া চুলে নারকেল তেল মাখুন।
নারকেল তেলের মধ্যে ভিটামিন ই, কে, জিঙ্ক ও আয়রন রয়েছে, যা চুলের জন্য উপকারী।
নারকেল তেলের মধ্যে ফ্যাটি অ্যাসিড রয়েছে যা চুলকে পুষ্টি জোগায়।
নারকেল তেল মাখলে চুল পড়া কমে এবং চুলের গোড়া মজবুত হয়।
কিন্তু দ্রুত চুলের বৃদ্ধিতে শুধু নারকেল তেল মাখলে চলবে না।
নারকেল তেলের সঙ্গে কারি পাতা ও মেথি দানা ভাল করে ফুটিয়ে নিন।
তারপর এই তেল ছেঁকে ভরে রাখুন কাচের শিশিতে। এই তেল রোজ ব্যবহার করুন।
শ্যাম্পু করার এক ঘণ্টা আগে এই ভেষজ তেল ব্যবহার করুন।