প্রতি পেডিকিওর করা সম্ভব নয়, কিন্তু রুক্ষ-শুষ্ক পা দিয়ে শর্টস পরাও যায় না।

তাই পায়ের কোমলতা ও আর্দ্রভাব বজায় রাখতে অ্যালোভেরা আর মধুর স্ক্রাব ব্যবহার করুন।

বাড়িতে ফুট ম্যাসাজ না পেলেও এই স্ক্রাব আপনার সারাদিনের ক্লান্তি ও পায়ের ব্যথা কেড়ে নেবে।

আর ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল ব্যাকটেরিয়া মেরে দেয় এবং পায়ে দুর্গন্ধও হতে দেয় না।

এক টেবিল চামচ মধু নিন। এতে এক টেবিল চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে নিন।

এবার এতে দু'ফোঁটা ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল ও এক কাপ বাথ সল্ট মিশিয়ে দিন।

এই ফুট স্ক্রাব পায়ে লাগিয়ে ১৫ মিনিট নরম হাতে ম্যাসাজ করুন। তারপর পা ধুয়ে ফুট ক্রিম লাগিয়ে নিন।