চুল ও স্ক্যাল্পের সমস্যা নিমেষে দূর করে পেঁয়াজের তেল।

পেঁয়াজের তেল চুলের ফলিকলে পুষ্টি জোগায়। এতে চুলের গোড়া মজবুত হয়।

পেঁয়াজের তেল চুলের বৃদ্ধিতে বিশেষ সাহায্য করে। এটি চুল পড়াও রোধ করে।

মেথিদানা ও কালো জিরে একসঙ্গে গুঁড়ো করে নিন। এই দুটো উপাদানের পেস্টও বানিয়ে নিতে পারেন।

মেথিদানা ও কালো জিরের পেস্টের সঙ্গে দুটো পেঁয়াজও পেস্ট করে নিন।

এবার ২ কাপ নারকেল তেলে ওই পেস্ট মিশিয়ে দিন। এতে এক মুঠো কারি পাতা ফেলে দিন।

এই মিশ্রণটি ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে পেঁয়াজের তেল। তেল ছেঁকে নিয়ে একটি এয়ারটাইট কৌটোতে ভরে রাখুন।