বাজারে এখন জনপ্রিয়তা বেড়েছে স্ক্যাল্প স্ক্রাবের।

এই স্ক্যাল্প স্ক্রাব স্ক্যাল্পে জমে থাকা সমস্ত ময়লা, তেল পরিষ্কার করে দিতে সাহায্য করে।

স্ক্যাল্প স্ক্রাব চুলের ফলিকলগুলো মুখ খুলতে সাহায্য করে। এতে চুলের গোড়ায় পুষ্টি পোঁছায়।

বাজারচলতি স্ক্যাল্প স্ক্রাবগুলো কতটা কার্যকর আমাদের জানা নেই। কিন্তু বাড়ির তৈরি স্ক্যাল্প স্ক্রাবে জাদু আছে।

বাড়ির তৈরি স্ক্যাল্প স্ক্রাব খুশকি, ময়লা, তেল পরিষ্কার করতে সাহায্য করে।

১ চামচ বেকিং সোডার সঙ্গে ১ টেবিল চামচ দারুচিনির গুঁড়ো মিশিয়ে নিন।

এতে অলিভ অয়েল ও ৫ ফোঁটা টি ট্রি অয়েল মিশিয়ে দিলেই কাজ শেষ।

এই স্ক্যাল্প স্ক্রাব মাথার তালুতে লাগিয়ে হালকা হাতে ঘষতে থাকুন। খুব বেশি চাপ দেবেন না।

২-৩ মিনিট স্ক্রাব করার পর ভাল করে শ্যাম্পু করে নিন। সপ্তাহে ১ বার এটি ব্যবহার করুন।