ফেসওয়াশের মধ্যে সাবান থাকলেই আপনার ত্বকের বারোটা বাজবে।

কিন্তু বাজারচলতি ফেসওয়াশে যে সাবান নেই, তা যাচাই করবেন কীভাবে?

মুখ পরিষ্কার করতে যখন ফেসওয়াশই ভরসা, তখন তা সাবান ছাড়া বাড়িতেই বানিয়ে নিন।

আর হেঁশেলে যখন মধু আছে তখন আর চিন্তা কীসের! বানিয়ে নিন হোমমেড ফেসওয়াশ।

তৈলাক্ত ত্বক হলে লেবুর রসের সঙ্গে মধু মিশিয়ে মুখ পরিষ্কার করতে পারেন।

আর শুষ্ক ত্বক হলে টক দইয়ের সঙ্গে মধু ও অলিভ অয়েল মিশিয়ে মুখে ঘষে নিন।

এতে মুখে জমে থাকা সমস্ত ধুলোবালি, ময়লা, তেল, ঘাম দূর হয়ে যাবে।