গরমে ত্বকে তেলতেলে ভাব বেড়ে যায়। হাজার প্রস্তুতি নিয়েও ঠেকানো যায় না এই অবস্থা।
গরমে তৈলাক্ত ত্বকের সমস্যা থেকে মুক্তি পেতে আপনি মুলতানি মাটির সাহায্য নিতে পারেন।
এই প্রাকৃতিক উপাদানটি ত্বক থেকে ধুলো, বালি, ময়লা দূর করতে সাহায্য করে।
তাছাড়া মুলতানি মাটি ত্বকের প্রদাহ কমাতে সাহায্য করে। ব্রণর সমস্যা কমায়।
রোদে বেরিয়ে মুখ, হাত, পায়ে ট্যান পড়ে। মুলতানি মাটি সেই সমস্যাও দূর করে দেয়।
নিয়মিত মুলতানি মাটি ব্যবহার করলে আপনার ত্বকের জেল্লাও ফিরতে পারে।
এক চামচ মুলতানি মাটি নিন। এতে এক চিমটে গোলাপ মিশিয়ে ত্বকে লাগান। শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলুন।