ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমি ডিজো ওয়াচ আর, এই স্মার্টওয়াচ।
ভারতে রিয়েলমি ডিজোর এই স্মার্টওয়াচের দাম ৩৪৯৯ টাকা।
রিয়েলমির ডিজো ব্র্যান্ড এই প্রথম ভারতে এমন স্মার্টওয়াচ লঞ্চ করেছে যেখানে গোলাকার ডিসপ্লে রয়েছে।
ফ্লিপকার্ট থেকে কেনা যাবে এই স্মার্টওয়াচ। বিক্রি শুরু হবে ১১ জানুয়ারি থেকে।
রিয়েলমি ডিজো ওয়াচ আর একটি ওয়াটার রেজিসট্যান্ট স্মার্টওয়াচ।