অনেকেই রাতে নাইট ল্যাম্প জ্বালিয়ে ঘুমোন।

কিন্তু এতে কত বিদ্যুৎ খরচ হয় জানেন কি?

নাইট ল্যাম্পে এলইডি আলো খুব একটা ব্যবহার করা হয় না।

বেশির ভাগ বাড়িতেই 10 ওয়াটের বাল্ব থাকে।

10 ওয়াটের একটা ছোট্ট বাল্ব আপনার খরচ বাড়াতে পারে।

এগুলি 10 দিনে প্রায় এক ইউনিট বিদ্যুৎ খরচ হয়।

বিদ্যুতের মূল্য যদি 8 টাকা হয়, তবে বিলে 24 টাকা যোগ হবে।

10 ওয়াটের বাল্বে বছরে খরচ হতে পারে 288 টাকা।

বুঝতেই পারছেন নাইট ল্যাম্পে খরচা কতটা বাড়ে।