সপ্তাহে ৭ দিন এক বা একাধিক দেবদেবীকে উৎসর্গ করা হয়। যেখানে শনিবার শনিদেবকে উৎসর্গ করা হয়।

শনিদেবকে শুধু ন্যায়ের দেবতা নয়, শনির ক্রোধে মানুষের জীবন ছাড়খারও হয়ে যেতে পারে।

শনিকে তুষ্ট করতে শনিবার কিছু জিনিস কেনা শনি জাতকের উপর ক্রদ্ধ হতে পারে। রান্নাঘরের নিত্যপ্রয়োজনীয় বেশ কিছু জিনিস কেনা অশুভের লক্ষণ।

রান্নাঘরের প্রয়োজনীয় কোন কোন জিনিসগুলি শনিবার কেনা উচিত নয়, তা জেনে নিন...

শনিবার সরষের তেল কেনা উচিত নয়। এর ফলে জীবনে অনেক সমস্যা শুধ নয়, রোগেও আক্রান্ত হতে পারেন।

শনিবারও উরদের ডাল কেনা উচিত নয়। তাতে অসন্তুষ্ট হোন শনিদেব। শনিবার উদর ডাল দান করলে শনিদেবের আশীর্বাদ বর্ষিত হয়।

শনিবারে লাল শুকনো লঙ্কা কেনা উচিত নয়। রেগে যেতে পারেন শনিদেব। এদিন এই লঙ্কা খাওয়াও এড়িয়ে চলা উচিত।

শনিবার ভুল করেও লবণ কেনা উচিত নয়। এর ফলে শুধু ঘরে ঋণই বাড়তে পারে না, অর্থনৈতিক অবস্থাও দুর্বল হতে শুরু করে।

শনিবারে মসুর ডাল খাওয়া উচিত নয়। ডাল কেনা থেকেও বিরত থাকতে হবে। মসুর ডালের রঙ লাল ও মঙ্গল গ্রহের সম্পর্ক রয়েছে।

মঙ্গল ও শনি উভয়ই রাগী প্রকৃতির গ্রহ। তাই ডাল খেলে ও কিনলে শনির ক্রোধের মুখে পড়তে হতে পারে।