ডায়েট মেনে যে খাবারই খান না কেন, তা ১১টা থেকে ৭টার মধ্যে খেতে হবে। তবে নিজের প্রয়োজনে  এই সময়টা হেরফের হলেও হতে পারে।

পাস্তায় রয়েছে প্রচুর পরিমাণে কার্বস। ওজন নিয়ন্ত্রণের জন্য রাতে একদম পাস্তা খাবেন না।

সন্ধ্যে ৬টার পর পাউরুটি ছুঁয়েও দেখবেন না। এতে রয়েছে প্রচুর পরিমাণে চিনি ও কার্বস।

সন্ধ্যে হলেই মদের আসর বসে! স্ট্রেস হরমোনকে বেসামাল না করলে অ্যালকোহল এড়িয়ে চলুন।

ব্রকোলি, বাধাকপির মত সবজি রাতের ডিনারে না থাকলেই ভাল।

পেট ভাল রাখতে দুধের জিনিস খাবেন না। আইসক্রিমে রয়েছে প্রচুর পরিমাণে ফ্যাট।

জিভের স্বাদ বদলাতে বার্গার একদম না। হজমের সমস্যা তৈরি হতে পারে।

রাতে চকোলেট খেলে ঘুমের ব্যাঘাত ঘটে। এতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যাফেইন।